ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তারকৃত মূল হোতাসহ দুইজনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন তাদের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন৷ এরা হলেন মূল হোতা ডাকাত দলের সর্দার মো. আলমগীর শেখ (৩৪) ও তার ভাই রাজীব হোসেন শেখ (২১)।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সোমবার রাতে নেত্রকোনা এবং ঢাকার আশুলিয়া এলাকা থেকে ডাকাত দলের সর্দার মো. আলমগীর ( ও তার ভাই রাজীব হোসেনকে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারের পর দুপুরে আলমগীরকে ৭ দিন এবং রাজীবকে ৫ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হয়৷ আদালতের বিচারক শুনানি শেষে আলমগীরকে ৬ দিন এবং রাজীবকে ৫ দিনের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন৷
মামলার তদন্তকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আহসানুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলামের ৫ দিনের রিমাণ্ড চলছে রিমাণ্ডে শহিদুল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন৷ দেয়া তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মূলহোতা আলমীরকে নেত্রকোনার পূর্বাধলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আলমগীরের তথ্যের ভিত্তিতে তার ভাই রাজীবকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷
আন্তজেলা ডাক্তার চক্রের মূলত হোতা আলমগীর৷ আলমগীর দেশের বিভিন্ন মহাসড়ক এবং ঢাকাসহ বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো৷ গ্রেপ্তারকৃত আলমগীর প্রাথমিকভাবে বাস ডাকাতির কথা স্বীকার করেছে৷ এসময় তাদের কাছ থেকে ১০ টি মোবাইল ফোন, ৪ হাজার ২১০ টাকা, ২ টি ছোড়া, ২ টি রুপার আংটি, এনআইডি কার্ড, এটিএম কার্ড সহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। এ নিয়ে টাঙ্গাইল জেলা পুলিশ মোট ৫ জনকে গ্রেপ্তার করল৷
এর আগে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল জেলা পুলিশ সাভারের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩ ডাকাতে গ্রেপ্তার করে। এর মধ্যে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃত সবুজ ও শরীফুজ্জামানের জবানবন্দি লিপিবদ্ধ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট নওরিন করিম। অপরদিকে গ্রেপ্তারকৃত শহিদুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড চলছে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাতে ইউনিক রোড রয়েলসের বাসে ডাকাতির ঘটনা ঘটে। সোমবার রাত সাড়ে ১১টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছাড়ে। রাত সাড়ে ১২টার দিকে বাসটিতে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজনকে রক্তাক্ত করে ডাকাতি শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থান ঘুরিয়ে ডাকাতি ও নারীর শ্লীলতাহানি করার পর টাঙ্গাইলের মির্জাপুরের নির্জন স্থানে বাস থামিয়ে ডাকাতদল নেমে যায়।