নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম মোশারফ হোসেন মুসা।
আজ শনিবার (১২ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে। নিহত মোশারফ নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের দলিজিৎপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নড়াইল সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে পড়ে ছিলেন মোশারফ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান সোহাগ তাকে মৃত ঘোষণা করে। কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা কেউ জানাতে পারেনি।
নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।