মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
জরুরি সভা ডেকেছে ‘টালমাটাল’ বিসিবি
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৬:২১ PM
বিভিন্ন ইস্যুতে টালমাটাল অবস্থায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মাঝে রোববার (২৭ এপ্রিল) আচমকা জরুরি সভা ডেকেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আলোচনার কথা রয়েছে এই সভায়। বিসিবির পরিচালকদের উপস্থিতিতে বিকেল ৪টায় অনলাইনে (জুম) সভাটি অনুষ্ঠিত হবে।
 
বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২৪ মার্চ সভায় বসার কথা ছিল বিসিবির। কিন্তু সেদিন হঠাৎ করেই তামিম ইকবাল ডিপিএলে ম্যাচ খেলার মাঝে অসুস্থ হয়ে পড়লে, সভা স্থগিত করে বোর্ড পরিচালকরা সেখানে চলে যান। সেটি হতো ফারুক আহমেদের বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৯তম সভা। সম্প্রতি বেশ কিছু ইস্যু তৈরি হওয়ায় বিসিবি নতুন করে সভায় বসছে আজ।

সভায় সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, সভাপতি ফারুক আহমেদ বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন। যদিও গতকাল এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিসিবি। তবে আজকের সভায় এই বিষয়েও আলোচনা হতে পারে।

এ ছাড়া ঘরোয়া ক্রিকেট নিয়েও বেশ বিশৃঙ্খলা নিয়েও বিপাকে আছে বিসিবি। তাওহীদ হৃদয়কে ম্যাচ নিষিদ্ধ করার বিষয়ে নানা প্রতিক্রিয়ার মাঝেই তামিম ইকবালসহ ক্রিকেটাররা ক্ষোভ জানিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তারা তিনটি বিষয়ে নিজেদের আপত্তির কথা জানান। অর্থাৎ, সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বিসিবির সভায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত