শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অতঃপর...
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৯:৩৯ PM
বিরামপুরে জিন তাড়ানোর কথা বলে এক ক্ষুদ্র-নৃগোষ্ঠী কিশোরীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সুজন ইসলাম (২৭) নামে কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কবিরাজকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গতকাল রোববার (২৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। আটক কবিরাজ সুজন ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মসজিদের দানের টাকা উঠাতে যান সুজন ইসলাম। সেখানে তিনি ক্ষুদ্র-নৃগোষ্ঠী এক নারীর বাড়িতে যান। এসময় ওই বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগে কথার ফাঁকে বাড়িতে জিনের আছর আছে বলে ভয় দেখান। 

একপর্যায়ে জিন তাড়ানোর কথা বলে ওই কিশোরীর মাকে বাড়ির আঙিনায় বসিয়ে কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালান। এসময় মেয়েটি চিৎকার করলে এলাকাবাসী গিয়ে তাকে উদ্ধার করে। পরে ওই ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, উপজেলার পল্লীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুজন ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত