রাজধানীর শেওড়াপাড়ার একটি বাসা থেকে শুক্রবার রাতে দুই নারীর রক্তাক্ত লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
নিহতদের একজন মরিয়ম বেগম (৬১); আরেকজনের নাম সুফিয়া বেগম (৫৫)। তারা দুজন সম্পর্কে বোন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুমন বলছেন, বাড়িটির নিচলার একটি ঘর থেকে ওই দুই নারীর লাশ উদ্ধার করা হয়। তাদের শরীরে শিল-পাটা বা এ ধরনের ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের দরজা বা জানালা কিছুই ভাঙা অবস্থায় পাওয়া যায়নি।
মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান বলছেন, দরজা বাইরে থেকে তালা মারা ছিল। নিহত মরিয়ম বেগমের (৬১) মেয়ে নুসরাত জাহান সন্ধ্যায় দরজা খুলে মা ও খালার রক্তাক্ত লাশ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন ওই বাড়িতে মরিয়ম বেগম প্রায় ২০ বছর ধরে বাস করছেন। যে বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে, সেটির মালিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের পরিবার।
সচিবের একান্ত সচিব (পিএস) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম বলছেন, বিমান সচিব শেওড়াপাড়া মেট্রো স্টেশন সংলগ্ন বাবার বাড়ির চতুর্থ তলায় থাকেন। লাশ উদ্ধার হয়েছে বাড়ির নিচতলা থেকে।