শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
খুলনায় নদী থেকে মিলল ভাসমান মরদেহ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ৬:৪৬ PM
খুলনার দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নে মধ্য​ দাকোপ মদিয়াচক সিটি বুনিয়া সার্বজনীন শশ্মন ঘাট এলাকা দিয়ে বয়ে যাওয়া চড়া নদী থেকে আজ ১০ মে (শনিবার) বেলা ১১টার দিকে ওই এলাকার এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ধারণা করছে, এই ব্যক্তির বয়স আনু​মানিক ৪০ বছরের মতো। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্ততি চলছিল।

দাকোপ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের (ইউপি) সদস্য শেখর মন্ডল বলেন, তার ওয়ার্ডে মাদিয়া সিটিবুনিয়া সার্বজনীন শশ্মান ঘাট সংলগ্ন চড়া নদীতে দাকোপ ইউনিয়নে ৭নং ওয়ার্ডের বাসিন্দা অনন্ত মন্ডলের পুত্র গোবিন্দ মন্ডল (৪০) এর মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

মৃত ব্যক্তির পরনে একটি জিন্সের প্যান্ট পরা আছে এবং খালি গায়ে লাল রংঙের গামছা দিয়ে সামনে দুই হাত বাঁধা। তার মুখ ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

দাকোপ থানা ওসি তদন্ত স্বপন দাস বলেন, মরদেহটি নদীতে ভাসা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বোঝা যাবে। এ বিষয়ে দাকোপ থানায় মামলা দায়েরসহ এ রিপোর্ট লেখা পযন্ত ময়না তদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছিল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত