বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
মারা গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৭:৫৫ PM
বাংলা সিনেমার পরিচিত মুখ সাংকো পাঞ্জা মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। 

জানা গেছে, সাংকো পাঞ্জা বেশ কয়েক বছর ধরে ক্যানসারের আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন। তার মরদেহ পিজি হাসপাতাল থেকে নারায়ণগঞ্জ, রুপগঞ্জ মাসুমাবাদ তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শুক্রবার (৩০ মে) সকাল ১০ টায় জানাজা শেষে দাফন সম্পূর্ণ করা হবে। 

সাংকো পাঞ্জার আসল নাম মাহবুবুল ইসলাম সিদ্দিকী। ১৯৬৬ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন মাহবুবুল। অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় ১৯৯৭ সালে সিনেমা জগতে অভিষেক হয় তার।

শাকিব খানের ‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের ওপর থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন খল অভিনেতা সাংকো পাঞ্জা। তার মাথায় ও মুখে বেশ কিছু সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত শুটিং করতে পারতেন না তিনি। সেই চিকিৎসা ভার বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল সাংকো পাঞ্জাকে।

প্রসঙ্গত, ৩১ বছর বয়সে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। মাহবুবুল থেকে পরিচিত হয়ে ওঠেন সাংকো পাঞ্জা নামে। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন পাঞ্জা। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কুংফু নায়ক’, ‘তোর মাঝেই আমার প্রেম’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘মনের জ্বালা’, ‘প্রেম কয়েদী’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’, ‘পাসওয়ার্ড’, ‘ভাগ্য’।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত