রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
নিরবচ্ছিন্ন ঈদযাত্রা নিশ্চিতে খোলা থাকবে সব ফিলিং স্টেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৬:৪৯ PM

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের ছুটির সময়ও দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। বুধবার (৪ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদের সময় দেশের সড়কপথে যাত্রী চাপ বেড়ে যায়। এ সময় জ্বালানি সংকট দেখা দিলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অতীতে অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় বা আংশিক সময় খোলা থাকায় যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে হয়েছে, যা ঈদযাত্রাকে দুর্বিষহ করে তোলে।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার ঈদের দিনসহ পরবর্তী ৫ দিন দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই উদ্যোগ যাত্রীদের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করে তুলবে বলে আশা করা হচ্ছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত