টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার বীরহাটি এলাকায় অবস্থিত ৩২ বছর আগে নির্মিত একটি তোরণ এখন জনসাধারণের জন্য ভয়ানক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৯৯৩-৯৪ সালে ইবরাহীম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের উদ্যোগে নির্মিত "তোরণ-১" বর্তমানে ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, তোরণটির মূল ভিত্তি ও গেটের সংযোগস্থলে ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন অংশ থেকে পলেস্তারা খসে পড়ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
মূলত এই তোরণটি ভূঞাপুর পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থিত। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পৌরসভার হাজারো মানুষসহ আশপাশের ইউনিয়নের বাসিন্দারা এই পথ দিয়ে চলাচল করেন। ফলে এটি শুধু একটি পুরনো স্থাপনা নয়, বরং জনসাধারণের নিরাপদ যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।
স্থানীয়রা জানিয়েছেন, বহুদিন ধরে তোরণটির দুরবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন তোরণটি এমন অবস্থায় পৌঁছেছে, যে কোনো সময় এটি ধসে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে স্থানীয় পথচারীরা বলেন, প্রতিদিনই আমরা ভয় নিয়ে এই তোরণের নিচ দিয়ে চলাচল করি। কর্তৃপক্ষের উচিত দ্রুত এটি সংস্কার করা অথবা প্রয়োজন বোধে অপসারণের ব্যবস্থা নেওয়া।
তোরণটি দ্রুত মেরামতের জন্য পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। জননিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা এখন সময়ের দাবি।