বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৬ জুলাই ২০২৫
তা‌রেক রহমা‌নকে নিয়ে কুরু‌চিপূর্ণ মন্ত‌ব্যের প্রতিবা‌দে চি‌কিৎসক‌দের সমা‌বেশ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭:২২ PM
তা‌রেক রহমা‌নের বিরু‌দ্ধে অবমাননাকর ও কুরু‌চিপূর্ণ মন্ত‌ব্যের প্রতিবা‌দে খুলনায় চি‌কিৎসকদের প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। 

মঙ্গলবার বেলা ১১টায় খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের প্রধান ফট‌কের সাম‌নে এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়। ডক্টরস এসো‌সিয়েশন অব বাংলা‌দেশ, ড‌্যাব খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ শাখা এই সমা‌বে‌শের আয়োজন ক‌রে।

সা‌বেক ছাত্রনেতা ডাঃ রা‌শেদুজ্জামান ছোটনের পরিচালনায় প্রতিবাদ সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি ছি‌লেন ড‌্যাব খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর সা‌লেহ পলাশ। বক্তৃতা ক‌রেন ডাঃ মোস্তফা কামাল, ডাঃ তাজরুল ইমলাম, ডাঃ কামরুল হুদা নিশান, ডাঃ মাহাবুব রো‌শেদ, কর্মচা‌রি প‌রিষ‌দের নেতা মোঃ আলিম, না‌র্সিং নেত্রী হোস‌নেয়ারা খানম প্রমুখ।

সমা‌বে‌শে বক্তারা সম্প্রতি বাংলা‌দে‌শে আইন শৃঙ্খলা প‌রি‌স্থি‌তির অবন‌তির জন‌্য অন্তবর্তীকালীন সরকার‌কে দায়ী ক‌রেন। মিট‌ফোর্ডের নির্মম হত‌্যাকান্ড সুপ‌রিক‌ল্পিত উল্লেখ ক‌রে এটা‌কে বিএন‌পির বিরু‌দ্ধে অপপ্রচার হিসা‌বে উল্লেখ করেন।

জামায়াত শি‌বির ও এন‌সি‌পির নাম উল্লেখ ক‌রে বক্তারা ব‌লেন, এই গুপ্ত সংগঠন দে‌শের ভিত‌রে অ‌স্থি‌তিশীল প‌রি‌স্থিতি সৃ‌ষ্টি ক‌রে প‌রিক‌ল্পিতভা‌বে নির্বাচন পি‌ছি‌য়ে দি‌তে চায়। যেকোন প‌রি‌স্থি‌তি‌তে তা‌রেক রহমা‌নের বিরু‌দ্ধে অপপ্রচারকারী‌দের রু‌খে দেয়ার ঘোষণা দেয়া হয় সমা‌বেশ থে‌কে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত