বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, বিভ্রান্তিকর বক্তব্য এবং অন্তর্র্বতীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
শনিবার বিকেলে মিছিলটি টঙ্গীর আশরাফ সেতু কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নির্দেশে এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের তত্ত্বাবধানে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম খান (কালা), টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম ব্যান্ডার, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক কবির, গাজী ওমর ফারুক, সালাউদ্দিন খোকন, সাইফুল ইসলাম শাহীন, বাবুল হোসেন চৌধুরী, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বিএনপি নেতা মোঃ মনির হোসেন এবং যুবদল নেতা মোঃ মশিউর রহমান, মোঃ হারুনুর রশিদ, মোঃ সালাহউদ্দিন, মোঃ শাহাবুদ্দিন, মোঃ আলকাশ, মোঃ নুরু, মোঃ সজিব, মোঃ রুবেল মিয়া প্রমুখ।
সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত কয়েকটি রাজনৈতিক দল। এসব ষড়যন্ত্র দেখেও অন্তবর্তী সরকার অনেকটা নির্লিপ্ত ভুমিকা পালন করছে। জাতীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।