মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
খুলনায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৮:১২ PM
খুলনায় বিষাক্ত বাংলা মদপানে ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 

আজ শনিবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পুজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যরা মৃত ব্যক্তিদের যে যার বাড়িতে নিয়ে গেছেন। 

নিহতরা হলেন, নগরীর সোনাডাঙ্গা বয়রা সেরের মোড় এলাকার আব্দুর রবের ছেলে বাবু (৫০), খালিশপুর বয়রা জংশন রোডের আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), একই এলাকার কালিপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস (৪৭), সোনাডাঙ্গা রায়ের মহল মেলার মাঠ সংলগ্ন এলাকার আজিবর (৫৯) এবং খালিশপুর বয়রা পাবলিক কলেজের পেছনের তোতা (৬০)। 

এছাড়া বিষাক্ত মদপানে গুরুতর অসুস্থ বয়রা দাসপাড়া এলাকার সনু (৫৮) আবু নাসের বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার অবস্থা আশংকাজনক। 

সোনাডাঙ্গা মডেল থানার সেকেন্ড অফিসার আব্দুল হাই বলেন, ৫ জনের মৃত্যুর খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের লাশ পাই। অন্যদের পরিবার যে যার মতো লাশ বাড়িতে নিয়ে গেছে। বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে। 

এই বিষাক্ত মদ কাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত