বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড বিজয়ীদের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৫ PM

রাজধানীতে  বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো 'ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৫' এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের 'ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৫' এ ৭০টিরও বেশি ইংরেজি মাধ্যম স্কুলের ১২০০ মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগীদের মধ্য থেকে সেরা একশ জনকে বাছাই করে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় 'ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৫' এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

কর্নেল (অব:) জেড আর এম আশরাফ উদ্দিন পিএসসি'র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ মুহাম্মদ ইসমাইল, কীনোট স্পীকার ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডঃ মুহাম্মদ আলী। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল এর অধ্যক্ষ মিসেস মিনি মোশারাত সাইদ, মানারাত স্কুল এন্ড কলেজ উত্তরা শাখার অধ্যক্ষ লুৎফর রহমান ভূঁইয়া, উপদেষ্টা ফয়সাল বিন রহমান, মোঃ নিয়ামত উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন একাডেমেশিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

আয়োজকরা জানায়, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের গণিতে ভীতি দূরীকরণ, গণিত চর্চাকে আরও সমৃদ্ধ করা, শিক্ষার্থীদের প্রতিভা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মাঝে গণিতকে জনপ্রিয় করে তোলা। শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা ও মেধায় উৎসাহিত করা।

উল্লেখ্য, গণিতকে জনপ্রিয় করতে ২০২৪ সালে প্রথমবারের মতো ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াডের যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় এ বছরের আয়োজন অনুষ্ঠিত হলো।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত