রামপুরায় একটি অ্যাপার্টমেন্টে ঘুমের ওষুধ খাইয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মামলা দায়ের করেছেন।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামপুরা থানা পুলিশ ওই তরুণীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমুল আলী রাজি জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত মো. মেহেদী হাসান মাহিম ওই তরুণীকে একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যান। সেখানে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করে ধর্ষণ করা হয়।
তিনি আরও জানান, ভুক্তভোগী তরুণী ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে শনিবার থানায় এসে মামলা দায়ের করেন। এরপর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে মেডিকেল পরীক্ষার জন্য ঢামেকে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।