সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
রাজধানীতে ঘুমের ওষুধ খাইয়ে তরুণীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ PM
রামপুরায় একটি অ্যাপার্টমেন্টে ঘুমের ওষুধ খাইয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মামলা দায়ের করেছেন। 

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামপুরা থানা পুলিশ ওই তরুণীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। 

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমুল আলী রাজি জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত মো. মেহেদী হাসান মাহিম ওই তরুণীকে একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যান। সেখানে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করে ধর্ষণ করা হয়।

তিনি আরও জানান, ভুক্তভোগী তরুণী ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে শনিবার থানায় এসে মামলা দায়ের করেন। এরপর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে মেডিকেল পরীক্ষার জন্য ঢামেকে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত