আয়কর রিটার্ন জমা দিতে আর দীর্ঘ লাইন বা বারবার অফিসে ছুটোছুটি নয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার চালু করেছে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য আধুনিক সফটওয়্যার।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকেই করপোরেট ট্যাক্স অনলাইনে দাখিল করা যাবে। একইসঙ্গে করপোরেট ট্যাক্স ও ইনকাম ট্যাক্সের জন্য আলাদা অ্যাপ চালু করা হবে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হলরুমে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেমের (টিআরএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নতুন অ্যাপের বড় সুবিধা হলো—এটি আমরা নিজেরাই তৈরি করেছি। ফলে কোনও সমস্যা হলে দ্রুত সমাধান সম্ভব হবে। এভাবে একটি নিজস্ব ডাটাবেজ গড়ে উঠবে, যা ভবিষ্যতে ট্যাক্স ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে।’
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা করপোরেট ট্যাক্স অনলাইনে দাখিলের উদ্যোগ নিয়েছি। করপোরেট ও ইনকাম ট্যাক্সের জন্য একটি অ্যাপ তৈরি করা হবে। এতে করদাতাদের দৌড়াদৌড়ি কমবে, সময় বাঁচবে এবং ঘরে বসেই সব কাজ সম্পন্ন করা যাবে। 'ব্যাংকিং খাতের সঙ্গে সিস্টেম সংযুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে আবদুর রহমান খান বলেন, ‘আমরা কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে সিস্টেমটি কানেক্ট করবো। তখন রিটার্ন ফর্মে তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এতে ভুলভ্রান্তি ও সম্পদ লুকানোর সুযোগ কমে যাবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘অ্যাপভিত্তিক আয়কর রিটার্ন জমা দেয়ার উদ্যোগ সবার জন্যই কল্যাণকর হবে। আমি নিজেও নিয়মিত ট্যাক্স দিই, তবে অ্যাপের মাধ্যমে প্রক্রিয়াটি আরও দ্রুত ও সহজ হবে। এতে করদাতা এবং সরকার উভয়ই উপকৃত হবে।’
অর্থ উপদেষ্টা আরও উল্লেখ করেন, ‘রাজস্ব খাতে সরকার যে উন্নয়ন করছে, তা অনেকেই স্বীকার করতে চান না। তবে এই উদ্যোগ দ্রুত রাজস্ব আহরণে সহায়তা করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যাক্স লইয়্যারস অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মো. রোকনুজ্জামান এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম নাসিমুল হাই।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, করদাতার প্রতিনিধিত্ব প্রক্রিয়া ডিজিটালাইজ করার মাধ্যমে টিআরএমএস প্ল্যাটফর্মটি কর ব্যবস্থাপনায় অধিকতর দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম হবে। আয়কর আইনে অনুমোদিত কর প্রতিনিধিরা যেসব করদাতাদের রিটার্ন দাখিল করার জন্য করদাতা কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত তাদের সবার আয়কর রিটার্ন টিআরএমএস সফটওয়্যারটিতে নিবন্ধনের মাধ্যমে অনলাইনে দাখিল করতে পারবেন। যেকোন করদাতা কর প্রতিনিধি নিয়োগের জন্য তার নিজ নামে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল ফোনে প্রাপ্ত ওটিপি কর প্রতিনিধিকে প্রদানের মাধ্যমে অনলাইনে তার রিটার্ন দাখিলের জন্য ক্ষমতা প্রদান করতে পারবেন।
একজন আয়কর প্রতিনিধি যতজন করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করবেন তার সবগুলো রিটার্ন সংশ্লিষ্ট কর প্রতিনিধির নামের বিপরিতে টিআরএমএস সিস্টেমে সংরক্ষিত থাকবে। কর প্রতিনিধিরা রিটার্নের তথ্যাদি যেকোন সময় সিস্টেম থেকে সংগ্রহ করতে পারবেন।
টিআরএমএস এর মূল বৈশিষ্ট্য: আয়কর আইন অনুযায়ী অনুমোদিত সব কর প্রতিনিধিদের ডিজিটাল নিবন্ধন; করদাতা কর্তৃক তার কর প্রতিনিধিকে অনলাইন সিস্টেমে ক্ষমতা অর্পন; প্রত্যেক কর প্রতিনিধি কর্তৃক দাখিলকৃত সব আয়কর রিটার্নের তথ্য আলাদাভাবে টিআরএমএস সিস্টেমে সংরক্ষণ; কর প্রতিনিধি কর্তৃক করাদাতাদের পক্ষে ই-রিটার্ন দাখিল প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতকরণ; এটি করদাতা এবং কর প্রতিনিধি উভয়ের জন্যই সহজ প্রক্রিয়া।