মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
দৌলতপুরে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:২৭ PM
কুষ্টিয়ার দৌলতপুরে  বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শীর্ষক আলোচনা ও আগামী দিনের দৌলতপুর উপজেলা বিএনপির ভাবনা বিষয়ে উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল।

শুক্রবার রাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মিরপুর গ্রামে এ উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, মানুষ যেটা চায়, সেটাই করতে হবে। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে। যেখানে কোনো বৈষম্য থাকবেনা। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের বিজয় অবশ্যই আসবে। 

এর আগে আল্লারদর্গা বাজারে ৭ নং হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন এবং গণসংযোগ করেন। 

এসময় দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি বর্ষীয়ান নেতা আলহাজ আলতাফ হোসেন, বিএনপি নেতা আলাউদ্দিন বাদল, পিয়ারপুর ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম, মনিরুজ্জামান মুনতাজ, কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু, যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুমসহ স্থানীয় বিএনপি নেতা ডাঃ আসাদুল হকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত