বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়ে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: সালাহউদ্দিন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৭:৪৮ PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি গোষ্ঠী রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। ইসলামকে রাজনীতির হাতিয়ার বানিয়ে কেউ যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে,  সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে।

আজ শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাসেমী পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনৈতিক নীতি প্রসঙ্গে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের রাজনীতি হলো ইসলামবিদ্বেষী, আলেমবিদ্বেষী ও মুসলিমবিদ্বেষী। বাংলাদেশের জনগণ ইতোমধ্যে তাদের এই নীতিকে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত সৎ রাজনীতি প্রতিষ্ঠা করা, যে রাজনীতি সবসময় মানুষের পাশে থাকে এবং ইসলামের পক্ষে অবস্থান নেয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনীতির স্বার্থে ইসলামকে বিকৃতভাবে ব্যবহার করা কখনোই কাম্য হতে পারে না। আমরা মওদুদীর ইসলামের নয়, বরং রাসূল (সা.) ও সাহাবায়ে কেরাম (রা.) যে ইসলাম চর্চা করেছেন, সেই ‘মদিনার ইসলামের অনুসারী’।

তিনি জোর দিয়ে বলেন, আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম। রাজনীতি তার পরের বিষয়। আর সেই রাজনীতি অবশ্যই ইসলামের আলোকেই মানুষের কল্যাণে নিবেদিত হতে হবে।

মুফতি মনির হোসেন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানের আলেম মাওলানা সাঈদ আল হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ আরও অনেকে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত