বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
নির্বাচনের দিনে গণভোটের ঘোষণায় যে প্রতিক্রিয়া জানাল জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:৪২ PM

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। 

প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটি জানায়, একইদিন জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্খা পূরণ হয়নি।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ৪টায় দলটির মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এর আগে দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, গণভোট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জনগণের অভিপ্রায় ও দাবিকে উপক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খুবই পরিস্কার করে বলতে চাই যে, প্রধান উপদেষ্টার একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্খা পূরণ হয়নি।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত