মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে ‘মুনাফিক’ আখ্যা দিয়ে বলেছেন, জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়। তারা এসব মুনাফেকি করে। আমাদের সাবধান থাকতে হবে। ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব বক্তব্য দেন।
এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে বলেন, এলাকায় এনসিপির একজন নেতাকর্মীও নেই। এ কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মিলায়। তারা (জামায়াত) পিআর চায়, জনগণ পিআর বোঝে না। এসবের কারণ ভোট পেছানো।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, দীর্ঘ ৯ মাস সংস্কারের নাম করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে একমত হয়েছেন। এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ গ্রহণ করবে না। তিনি জোর দিয়ে বলেন, যেসবে একমত সেগুলোর দায় নেব, অন্যকিছুর দায় নেব না।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে হত্যা-নির্যাতন-জুলুম করেছে আওয়ামী লীগ, জনগণ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা একজন সন্ত্রাসী, তাকে দেশে আসতে দেয়া হবে না।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৫ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে, কৃষকদের জন্য করা হবে ফার্মার্স কার্ড।