লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার আউগানখিল ও কলচমা গ্রামে সোমবার দুপুরে অনুষ্ঠিত হলো ‘রামগঞ্জের পথে - চলো হাটি, জাগাই বিবেক’ কর্মসূচি। এই অনুষ্ঠানে রান্না করে খাওয়ানো ৭ নারীর হাতে সেরা রাধুনী সম্মাননা প্রদান করা হয় এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচি স্মার্ট গ্রুপের এমডি মোহাম্মদ জহিরুল ইসলাম এর অর্থায়নে পরিচালিত হয়। অনুষ্ঠানে দলমত নির্বিশেষে বিভিন্ন পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন। সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কলচমা মাদ্রাসার শ্রেণিকক্ষে শিক্ষকদের হাতে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মোহাম্মদ জহিরুল ইসলাম মেঠোপথে হেঁটে এলাকার মানুষদের দুঃখ-কষ্ট শুনে ৫০টির অধিক দরিদ্র পরিবারের জন্য বসতঘর নির্মাণের আশ্বাস দেন এবং তালিকা প্রস্তুত করা হয়। পিলার ও টিন দিয়ে দ্রুত সময়ে এই বসতঘর নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, রামগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল কমিশনার, পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন ব্যাগ, বিএনপি নেতা মোহাম্মদ আমজাদ হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ এমরান হোসেন রাসেল, মোঃ কামাল উদ্দিন রায়হান, আরমান খান জয়, মাসুম হোসেন, জাহিদ মাস্টার, মোঃ জহির ও পৌর ছাত্রদলের সম্পাদক হুমায়ুন কবির সাদ্দামসহ বিভিন্ন পেশাজীবি।
পৌর কলচমা গ্রামে হেটে বসত বাড়ি পরিদর্শনকালে বয়স্ক নারীরা জহিরুল ইসলামকে দেখে আবেগে তাকে বুকে জড়িয়ে ধরেন।