টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাইতকাই গ্রামে রোববার দিবাগত রাত ১২টার দিকে ঘটে এক মর্মান্তিক ঘটনা। মানসিক ভারসাম্যহীন বাবা মুক্তার আলী (৩৬) ছুরি দিয়ে নিজের তিন বছরের কন্যা তোহা কে হত্যা করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মুক্তার আলী প্রায় এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসার পরও তার অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ঘটনার রাতে ক্ষিপ্ত অবস্থায় তিনি ঘুমন্ত মেয়ের ওপর হামলা চালান। শিশুটির বুক ও পেটে ছুরি দ্বারা আঘাত করার ফলে সে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
চিৎকার শুনে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় বোন রাহিমা মুক্তি জানিয়েছেন, রাতের খাবারের পরে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিলো তোহা। বাবা রাতের অন্ধকারে ঘুমন্ত মেয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে।
ঘাটাইল থানার ওসি (তদন্ত) সজল খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তার আলী মানসিক ভারসাম্যহীন অবস্থায় এই হত্যা ঘটিয়েছে। সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।