মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
রাজশাহী- ৫ মনোনয়ন পেলেন নজরুল মন্ডল ও নুরুজ্জামান লিটন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:১০ PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জমে উঠছে রাজনৈতিক অঙ্গন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আগে থেকেই ঘোষণা করা হয়েছে বিশিষ্ট শিল্পপতি এ্যাডভোকেট মুহাম্মদ নুরুজ্জামান লিটনের নাম।

সোমবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের একক প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে রাজশাহী-৫ আসনে মনোনয়ন পান  বিএনপির ত্যাগী নেতা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

দলীয় ঘোষণার পর থেকেই পুঠিয়া ও দুর্গাপুরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল তৃণমূল পর্যায়ে জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। তাঁকে মনোনয়ন দেওয়ায় স্থানীয়ভাবে বিএনপির কর্মীসমর্থকরা এক নতুন উদ্দীপনা পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নুরুজ্জামান লিটন দীর্ঘদিন ধরে সমাজসেবা ও শিল্প খাতে কাজ করে আসছেন। তিনি বলেন, মানুষ ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র দেখতে চায়। সেই দৃষ্টিকোণ থেকে পুঠিয়া-দুর্গাপুরের মানুষের কাছে দাঁড়িপাল্লাই সবচেয়ে পছন্দের প্রতীক।

বিএনপির মনোনীত প্রার্থী রাজশাহী ৫ আসনের অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এখানে যোগ্য প্রার্থীর অভাব নেই। মনোনয়ন একজনই পান, কিন্তু আমরা সবাই মিলে উন্নত ও আধুনিক পুঠিয়া-দুর্গাপুর গড়ে তুলতে চাই। দলের হাইকমান্ড আমাকে যে আস্থা দেখিয়েছে, আমি তার মর্যাদা রক্ষা করতে চাই।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডাহাড্ডি।

দূর্গাপুর উপজেলার পানানগর গ্রামের কৃষক আব্দুল হান্নান বলেন, আমরা চাই যিনি নির্বাচিত হবেন তিনি যেন এলাকার উন্নয়ন করেন, যুবকদের কর্মসংস্থান বাড়ান।

পুঠিয়ার ব্যবসায়ী সাদেকুল ইসলাম জানান, নজরুল স্যার শিক্ষিত ও অভিজ্ঞ মানুষ,তবে লিটন সাহেবও এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন। আমরা দেখি কে বাস্তবে কাজ করে।

আরেক তরুণ ভোটার সোনিয়া খাতুন বলেন,আমরা দল দেখি না, আমরা দেখি কে এলাকার জন্য সত্যিকারের কাজ করবে।

রাজশাহী-৫ আসনে বিএনপি ও জামায়াতের এই দ্বন্দ্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। উভয় দলের প্রার্থীরাই ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন এবং তৃণমূল পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন।

এ্যাডভোকেট নুরুজ্জামান লিটন এবং অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  পুঠিয়া ও দুর্গাপুরের সর্বস্তরের জনগণের নিকট  দোয়া, সমর্থন এবং সর্বোপরি  নিজ নিজ দলের প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত