আগামী ৮ নভেম্বর তারুণ্যের চোখে ডোমার আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন আয়োজক কমিটি। সোমবার দুপুরে ডোমার ডাকবাংলো চত্বরে অনুভব ফাউন্ডেশনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সহযোগীতায় ও নীলসাগর গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে তারুণ্যের চোখে ডোমারের মুল লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক সিহাব প্রধান। এ সময় নির্বাহী পরিচালক রেযোয়ানুল আমিন রিফাত, উপ নির্বাহী পরিচালক সাগর ইসলাম, শিক্ষার্থী মোদাব্বের হোসেন সালাফি ও নওশিন প্রান্তী উপস্থিত ছিলেন। ‘তারুণ্যের চোখে ডোমার’ কেমন দেখতে চাই এ উপলক্ষে রেজিষ্ট্রেশনকৃত প্রায় এক হাজার তিনশত শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডোমার উপজেলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার আলহাজ্ব শাহরিন ইসলাম চৌধুরী তুহিনসহ অত্র উপজেলার ডাক্তার,সফল ব্যবসায়ী ও প্রকৌশলীবৃন্দ।