সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:০৭ AM
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন ও সহকারি শিক্ষকদের অভিযোগ। 

জানা গেছে, কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন করেছেন। অত্র বিদ্যালয়ের পিয়ন অসুস্থ ক্যান্সার আক্রান্ত নুরুজ্জামানকে  বিদ্যালয়ে চাকরিতে বাঁধা প্রদান করা এবং চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলে বিদ্যালয়ে ঢুকতে দেন না। উল্লেখ্য এই বিষয় নিয়ে, মঙ্গলবার স্থানীয় এলাকাবাসী স্কুল মাঠ প্রাঙ্গণ ও মহাসড়কে দিনব্যাপী মানববন্ধন করেন।

এছাড়াও, বিদ্যালয় সহকারী শিক্ষকরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান  অসৌজন্যমূলক আচরণ করেন। স্কুলের পিয়নকে অযথাই বিদ্যালয়ে ঢুকতে দিচ্ছেন না। উনার কাছে ছুটির লিখিত আবেদন দিলেও তিনি তা গ্রহণ করছেন না।

এ বিষয়ে নুরুজ্জামান জানান, অসুস্থ থাকাকালীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কাকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান কাছে লিখিত আকারে ছুটির আবেদন করলে তিনি ওই আবেদন গ্রহণ করেননি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চাকরিচ্যুত করার নীল নকশা তৈরি করেন প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান। 

পরবর্তী সময়ে বাংলাদেশ ডাক বিভাগ রেজিস্ট্রি রশিদের মাধ্যমে আবেদনটি পাঠানো হয় যার স্মারক নম্বর ৪৭৪, ৪৭৫, ৪৭৬। 

আওয়ামী লীগের ফ্যাসিস্ট ওই প্রধান শিক্ষককে স্থানীয় এলাকাবাসী পদত্যাগের দাবি তুলেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি গ্রহণ করার হুমকি দিয়েছেন। উপবৃত্তির টাকা সহ স্কুলে উন্নয়ন বরাদ্দের অধিকাংশই বিল ভাউচার মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে মানববন্ধনে বক্তব্য দেন স্কুলের অভিভাবকগণ।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান জানান, বিদ্যালয় এর পিয়ন নুরুজ্জামান আমার কাছে কোন ছুটির আবেদন করেনি। তবে তিনি অসুস্থ ছিলেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল শাহীন জানান, উক্ত বিষয়টি নিয়ে ৩ সদস্য বিশিষ্ট  তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাদের প্রতিবেদনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত