টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কলেজ পাড়ার মমকুঞ্জ থেকে ৪র্থ শ্রেনীর মাদরাসা শিক্ষার্থী সানাজিদার (১৩) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সানজিদা মাওলানা আবুল হোসেনের বড় মেয়ে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার পৌর এলাকার জিবিজি সরকারি কলেজের মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন কলেজ পাড়া মমকুঞ্জে ৩ মেয়ে ও স্ত্রী নিয়ে জুলফিকারী হায়দারের বাসায় ভাড়া থাকতেন। তার স্ত্রী ফোন করে বলে তাদের বড় মেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান মামলার কোন বাদী না হওয়াতে অপমৃত্যু মামলা নিয়ে লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।