রাজধানীর রিয়েল এস্টেট খাতের স্বনামধন্য উদ্যোক্তাদের সংগঠন ঢাকা সাউথ ডেভেলপারস ফোরাম (DSDF) এর বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠান এক অনন্য আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে। এ সময় উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট খাতের প্রভাবশালী উদ্যোক্তা, পেশাজীবী ও বিশিষ্ট অতিথিবৃন্দ।
বিজিএমইএ ও মার্কিন তুলা রপ্তানিকারকদের বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, ঢাকা সাউথ ডেভেলপারস ফোরাম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো রিয়েল এস্টেট খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের ঐক্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধি, এবং ন্যায়ভিত্তিক ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করা। আমাদের এই ফোরাম ডেভেলপারদের জন্য পারস্পরিক সহযোগিতা, তথ্য বিনিময় ও মানসম্মত নির্মাণ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. মো. হারুন অর রশিদ। তিনি বলেন, আমাদের ফোরাম পেশাদারিত্ব, নৈতিক ব্যবসা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ভবিষ্যতে আমরা পরিবেশবান্ধব, টেকসই ও আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহারে মনোযোগ দেব।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশের রিয়েল এস্টেট খাত জাতীয় অর্থনীতির অন্যতম শক্তিশালী স্তম্ভ। এই খাত প্রায় এক কোটি মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। গ্রাহক আস্থা, মানসম্মত নির্মাণ ও পেশাগত নৈতিকতা বজায় রাখতে পারলে এই শিল্পখাত আরও বিকশিত হবে। ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের মতো সংগঠনগুলো রিয়েল এস্টেট শিল্পে ঐক্য ও ইতিবাচক পরিবর্তন আনছে- এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
তিনি আরও যোগ করে বলেন, বর্তমানে সরকার আবাসন খাতে যেসব সুযোগ-সুবিধা ও প্রণোদনা দিচ্ছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। ভবিষ্যৎ শহর গড়ে তুলতে হবে পরিকল্পিতভাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লিয়াকত আলী ভূঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রিহ্যাব; আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স), রিহ্যাব এবং প্রধান উপদেষ্টা, ডিএসডিএফ; শেখ কামাল, পরিচালক, রিহ্যাব; শহিদুল ইসলাম, প্রেসিডেন্ট, মিরপুর রিয়েল এস্টেট ফোরাম এবং ইব্রাহিম সরকার, প্রেসিডেন্ট, উত্তরা ডেভেলপারস ফোরাম।
তারা সবাই রিয়েল এস্টেট খাতের টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব নির্মাণ এবং ন্যায্য প্রতিযোগিতার আহ্বান জানান। বক্তারা বলেন, একটি স্বচ্ছ ও নৈতিক রিয়েল এস্টেট বাজার তৈরি করতে হলে উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা, প্রশিক্ষণ ও উদ্ভাবনকে প্রাধান্য দিতে হবে।
অনুষ্ঠানের শেষে ফোরামের নতুন সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং নৈশভোজের আয়োজন করা হয়।
উপস্থিত অতিথিরা ফোরামের কার্যক্রমকে আরও প্রসারিত করতে ও যৌথ উদ্যোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।