সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
মডেল সাপাহার গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ইউএনও
সাপাহার(নওগাঁ)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১:৫৬ PM
নওগাঁর সাপাহার উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের সহযোগিতা পেলে সাপাহারকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন এর নেতৃত্বে সাধারণ সম্পাদক বাবুল আকতার, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার, দপ্তর সম্পাদক তোফায়েল আহম্মেদসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউএনও রোমানা রিয়াজ আরও বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রশাসনকে সঠিক দিকনির্দেশনা দেয়। তাই প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলে সাপাহারকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সহজ হবে।

সভা শেষে ইউএনও সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং উন্নয়ন কার্যক্রমে তাদের সহযোগিতা কামনা করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত