নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হককে বিজয়ী করার লক্ষে মঙ্গলবার বিকেলে ধানের শীষের প্রচারণায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বারহাট্রা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বারহাট্রা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আশিক আহমেদ কমলের সঞ্চালনায় গোপালপুর পশ্চিমবাজারে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নেত্রকোনা-২ আসনে ধানের শীষের নমিনী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিলকী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। পলাতক ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে দেশের সাধারন মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। নতুন বাংলাদেশ বির্নিমাণে ধানের শীষের বিকল্প নেই।