মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
সদরপুরে বিএনপির পথসভা অনুষ্ঠিত
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৫:১৭ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চূড়ান্ত মনোনয়ন পেয়ে ফরিদপুর-৪ আসনের তিনটি উপজেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে পথসভা করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল।

মনোনয়ন পেয়ে আজ বুধবার দুপুর ২টার দিকে সদরপুর উপজেলা বিএনপির আয়োজিত পথসভায় যোগদেন তিনি। 

আয়োজিত পথসভায় তিনি বলেন, বিএনপি ফরিদপুর-৪ আসনে থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আপনাদের সাথে মিশেমিলে কাজ করার অঙ্গীকার নিয়ে এসেছি। পূর্বে যারা আমার সাথে ছিলেন না আমার অনুরোধ আসুন আমরা সবাই মিলে মিশে কাজ করি। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি হুশিয়ারী দিয়ে বলেন, অবশ্যই ২৬সালের ফ্রেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না এবং নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না। 

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ফরিদপুর-৪ আসন কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। তিনি দলীয় কোন্দল ভুলে গিয়ে একই পতাকা তলে এসে সবাই কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এই আসনটি বিজয়ী করে তারেক রহমান কে উপহার দিব। 

সদরপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পথসভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজ্জামান। এসময় বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, সদরপুর বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ মোসসেদুর রহমান খান, কেএম আবু সাইদ আরও অনেকে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত