সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
সিরাজগঞ্জের হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৫:৪৮ PM
সিরাজগঞ্জে দিনের বেলায় প্রচন্ড গরম আবহাওয়া আর রাতে অনুভব হচ্ছে ঠান্ডা শীত। ফলে বাড়ছে ডায়রিয়া, পেট ব্যাথা, জ্বর, সর্দিকাশিসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত রোগীরা হচ্ছে বৃদ্ধ  ও শিশুরা। 

এতে সরকারি বেসরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকগুলোতে রোগীর চাপ বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে। স্থানীয়রা বলছেন, দিনের বেলায় প্রচন্ড রোদ ও গরম আবহাওয়া অন্যদিকে রাতে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। এদিকে জনবল সংকট ও রোগীর বাড়তি চাপের কারণে সরকারিসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকগুলোতে চিকিৎসক ও নার্সরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  মেয়ে শিশুর চিকিৎসা নিতে আসা শাহানাজ বেগম বলেন, দিনের বেলায় গরমে ফ্যান চালাতে হচ্ছে আর রাতের বেলায় কম্বল কাঁথা গায়ে দিতে হচ্ছে। এই আবহাওয়ার কারণে আমার মেয়ে কয়েকদিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছে।

রোকেয়া বেগম নামের এক বৃদ্ধা রোগী বলেন, পেট ব্যাথার সাথে বমি ও পাতলা পায়খানা শুরু হলে স্থানীয় ঔষধের দোকান থেকে স্যালাইন ও টেবলেট কিনে খেয়েও কাজ না হওয়ায় হাসপাতালে এসেছি। 

সিরাজগঞ্জ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সুত্রে জানা যায়, এখানে মুঞ্জুরিকৃত পদের সংখ্যা ১৪৩ টি। এর মধ্যে কর্মরত আছেন ৭৮ জন। ৬৫টি পদ শুন্য রয়েছে । প্রথম শ্রেনীর চিকিৎসক ৫৮ জনের মধ্যে কর্মরত রয়েছে ৩৬ জন। ২২টি শুন্য পদে  জনবল সংকটে চলছে এ হাসপাতাল। 

হাসপাতাল সূত্র জানায়, গত ১  অক্টোবর থেকে ৩১ অক্টোবর  পর্যন্ত এ হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন প্রায় নয় হাজার নয়শত ৯৫ জন, জরুরি বিভাগে ছয় হাজার  পাঁচ শত ৪০ ও আন্তঃবিভাগে নয় হাজার  ৮২০ জন ও মৃত্যু হয়েছে ৫১জনের। 

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, জাহিদুল ইসলাম জানান, গত মঙ্গলবার বেলা তিনটায় সিরাজগঞ্জে সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.০৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৩.০৪ ডিগ্রি সেলসিয়াস। এই জেলার উপর দিয়ে বহমান মৃদু তাপ প্রবাহটি অব্যাহত রয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল  হাসপাতালের তত্বাবধায়ক ডা, আকিকুন নাহার মনি বলেন, ডায়রিয়া, পেট ব্যাথা, শ্বাস কষ্ট, জ্বর, সর্দিকাশি সহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। এর কারণ আবহাওয়া পরিবর্তন। এখানে জনবল সংকট রয়েছে। স্বল্প সংখ্যক জনবল দিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক নার্সসহ সংশ্লিষ্টরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত