মাদকের ছোবলে পড়লে দেশের ভবিষ্যৎ অন্ধকার৷ তাই আমাদের মাদক থেকে দূরে থাকতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে বলে৷ কক্সবাজারের উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে র্যাব ১৫ এর মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান৷
তিনি বলেন, মাদক একটি পরিবার নয়, পুরো সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।
বুধবার (৫ নভেম্বর) কক্সবাজার র্যাপিড এক্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডিসি আব্দুল মান্নান বলেন, শিক্ষার্থীরা যেন কখনও কৌতূহলবশত মাদক স্পর্শ না করে। পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত দায়িত্ব হলো তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার। সবাই মিলে সামাজিক আন্দোলন গড়ে তুললেই মাদকমুক্ত উখিয়া গড়া সম্ভব।
এসময় জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে মাদক থেকে দূরে থাকার শপথ বাক্য পাঠ করান।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন— তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই এখন থেকেই মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। নিজের পরিবার ও বন্ধুবান্ধবকে সচেতন করো, তাহলেই সমাজ বদলাবে।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ বিজিবির উপ-অধিনায়ক, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বাসিন্দারা।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী তুলে দেন।