জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গোলাম নবী আলমগীর ঢাকা থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌঁছলে হাজারও নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। ইলিশা থেকে ১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে জেলা সদরে আসার সময় বিপুল সংখ্যক নারী পুরুষ রাস্তার দুইপাশে দাড়িয়ে তাকে অভ্যর্থনা জানান৷
সকালে দলীয় নেতা কর্মীদের সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ইলিশা লঞ্চঘাটে জড়ো হতে থাকে। ইলিশা লঞ্চ ঘাট এলাকা থেকে জেলা শহরের দলীয় কার্যালয় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তার দু'পাশে জনতার ঢল নামে।
পরে দুপুর ১টার দিকে গোলাম নবী আলমগীর ঢাকা থেকে নৌপথে ইলিশা লঞ্চঘাটে এসে পৌঁছলে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের মহাজনপট্টির দলীয় কার্যালয়ে এসে পৌঁছান।
এ সময় পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে গোলাম নবী আলমগীর বলেন, আমি আপনাদের সন্তান, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ভোলা-১ আসনের সাধারণ মানুষের সেবা করার জন্য সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা জানান।
তিনি এলাকার উন্নয়নে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।