মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
মান্দায় অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:২২ PM
নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের আত্রাই নদীর ভাটি অংশে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করেছে প্রশাসন। পরে সরকারি বিধি-বিধান মেনে উন্মুক্ত নিলামের মাধ্যমে বালুগুলো বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী মান্দা উপজেলার কসব ইউনিয়নের তেগাড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

অভিযানকালে আত্রাই নদীর ভাটি অংশের ইজারা বহির্ভূত জায়গায় অবৈধভাবে উত্তোলিত দুটি বালুর স্তুপ জব্দ করা হয়। জব্দকৃত বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় রাখা হয়। তবে অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পরবর্তীতে একই দিন বিকেলে (৬ নভেম্বর) তেগাড়া খেয়াঘাট সংলগ্ন স্থানে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। মোট ১,৬২৬.২৭৬ ঘনমিটার বালু সরকারি বিধি-বিধান মেনে নিলামে তোলা হয়। নিলামে মোট ১৮ জন ক্রেতা অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়।

অভিযানে অংশগ্রহণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, “সরকারি অনুমোদন ছাড়া কেউ বালু উত্তোলন করতে পারবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মান্দা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযান পরিচালনাকালে সার্ভেয়ার এমদাদুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আত্রাই নদীর ওই এলাকায় ইজারা ছাড়া বালু উত্তোলন করা হচ্ছিল। এতে একদিকে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছিল, অন্যদিকে নদী ভাঙন ও পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। প্রশাসনের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত