চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলামকে বয়কটের ডাক দিয়েছেন একই আসনের দলীয় মনোনয়ন বঞ্চিত ৩ জন প্রার্থী। বৃহস্পতিবার রাতে নাচোল রেলস্টেশন প্লাটফর্মে তারা এক সমাবেশে এই বয়কটের ডাক দেন।
এসময় আমিনুল ইসলামকে বয়কট বয়কট শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ। এছাড়া মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। উপজেলা ও পৌর বিএনপি'র আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সঞ্চালনায় আলহাজ্ব আমিনুল ইসলামকে বয়কটের ঘোষণা দিয়ে বক্তব্য দেন, মনোনয়ন ঘোষনার আগে তারেক জিয়ার সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত থাকা ৪ জন বিএনপি নেতা মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মনোনয়ন বঞ্চিত নেতারা বলেন ২০১৮ সালের বির্তকিত নির্বাচনকে বৈধতা দিয়ে দলের সীধান্ত অমান্য করে সংসদে যাওয়ার অভিযোগ তুলে সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে । এছাড়া আ.লীগের সাথে আতাত করে সংসদে গিয়েও এলাকার কোন উন্নয়ন করেননি।
সম্প্রতি নাচোলের ফতেপুর ইউনিয়নের মাড়কইল ও সাহা পুকুর গ্রামে জমিজমাকে কেন্দ্র করে দন্দ বাঁধলে আমিনুল ইসলামের অনুসারীরা তুহিন অনুসারীর ভাই এর মৃত্যু হয়। তৃণমূল নেতাকর্মীরাও তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই না। মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে পুনরায় সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানান বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভুল বুঝিয়ে দলের প্রাথমিক মনোনয়ন নেয়া হয়েছে।
উল্লেখ্য, এদিন বিকেলে নাচোল ডাকবাংলো চত্বরে মনোনয়ন পাওয়া আমিনুল ইসলামের সভাপতিত্বে চলো ভাই আমাদের পদ্মা বাঁচায় এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে উপস্থিত ছিলেন শিবগঞ্জ আসনের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া ও চাঁপাইনবাবগঞ্জ আসনের প্রার্থী হারুন অর রশিদ।