সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
খুলনা-৬ আসনে গণসংযোগে বিএনপি প্রার্থী বাপ্পী
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২:২৮ PM
খুলনার কয়রা উপজেলার বাগালী বাজারে গণসংযোগ ও পথসভা করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। শনিবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে বাপ্পী বলেন, কয়রায় চিংড়ি শিল্প দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। তবে জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনের কারণে এ অঞ্চলের মানুষের জীবিকা ও জীবনযাত্রা চাপে পড়েছে। তিনি বলেন, অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি।

বাপ্পী বলেন, জাতীয় অর্থনীতিতে অবদান রাখলেও উপকূলীয় এ অঞ্চলের মানুষ এখনও যথাযথ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তিনি নির্বাচিত হলে নদীভাঙন প্রতিরোধ, অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি জানান।

সভায় বাগালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম সানা সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. রফিকুল মিস্ত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোহতাসিম বিল্লাহ, মাহমুদ আলম লোটাস, মাসুম বিল্লাহ, রফিকুল গাজী, আব্দুল গফ্ফার, মো. সাইফুজ্জামান, মাওলানা গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত