প্রায় দুই দশক পর নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়াস্থ মহুয়া অডিটরিয়ামের বিশাল জায়গায় প্রভাবশালীদের গড়ে তোলা বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে পুরো জায়গা বালি ভরাটের কাজ সম্পন্ন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। শনিবার সকাল ১১টার দিকে তিনি মহুয়া অডিটরিয়ামের জায়গাটি পরিদর্শন করেন।
জানা গেছে, জেলা শহরের মোক্তারপাড়া মাঠ সংলগ্ন মহুয়া অডিটরিয়ামের বিশাল জায়গায় বিভিন্ন প্রভাবশালী ব্যাক্তি বেশকিছু অবৈধ স্থাপনা তৈরি করে দুই যুগর অধিক সময় ধরে ফায়দা নিচ্ছিলেন। নেত্রকোনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জেলা শহরের ঐহিত্যবাহী মহুয়া অডিটরিয়ামের ঐতিহ্য রক্ষায় পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদারের সার্বিক সহযোগিতায় সকল অবৈধ স্থাপনা অপসারন সম্পন্ন করেন। মোক্তারপাড়া প্রধান সড়ক সংলগ্ন মহুয়া অডিটরিয়ামের ভবন না থাকলেও পুরো জায়গাটি উদ্ধারে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের এই উদ্যোগ অবৈধ দখলকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি দৃশ্যমান হচ্ছে।
পৌরবাসী কয়েকজন প্রতিক্রিয়ায় বলেন, দুই যুগের অধিক সময় একটি প্রভাবশালী চক্র মহুয়া অডিটরিয়ামের ঐহিত্যকে বিনষ্ট করেছিল। নেত্রকোনার সাংস্কৃতিক অঙ্গনের ঐহিত্যকে বিকশিত করার লক্ষে জেলা প্রশাসকের এই মহতী উদ্যোগ আমাদের কাছে স্মরণীয় থাকবে। পুনরায় একটি আধুনিক মহুয়া অডিটরিয়াম নির্মাণের জন্য আমরা জেলা প্রশাসকের নিকট জোর দাবী করছি। পরিদর্শনকালে জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, পৌরসভার সহযোগিতায় দীর্ঘদিনের পরিত্যক্ত মহুয়া অডিটরিয়ামের জায়াগাটিতে বালি ভরাট কাজ সম্পন্ন হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়াম কাম অফিস এই স্থানে দ্রত সময়ের মধ্যে নির্মাণ করা হবে। বিভিন্ন অনুষ্ঠানের গাড়ি পার্কিংসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রাম এখানে করা সম্ভব হবে।