
মানিকগঞ্জের সদর উপজেলায় হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ইছামতি নদীর শাখা খাল থেকে একটি কুমির ধরেছেন এলাকাবাসী। এর আগে ওই শাখা নদীতে স্থানীয়রা কুমির দেখতে পান। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অবশেষে সেই কুমিরকে ফাঁদ পেতে ধরা হয়েছে।
হাটিপাড়া এলাকার সাইদুল বলেন, কয়েকদিন যাবৎ এলাকার মানুষ বলাবলি করছিল কুমির নিয়ে। এমনকি কয়েকটি ভিডিও ধারণ করেছিল এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এর আগে আশপাশের অনেক জায়গায় কুমির দেখা গেলে বন বিভাগের কর্মকর্তারা এসেছিল। তারা বলেছিল পানি শুকাইলে আসবে।
চৌকিঘাটা গ্ৰামের মুন্নু বলেন, আজকে যে কুমিরটিকে ধরা হয়েছে তা এর আগেও দেখা গেছে। আশপাশে বাড়িঘর থাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে এলাকাবাসী নিজ উদ্যোগে বিশেষ কায়দায় কুমিরটিকে ধরা হয়েছে। কুমিরটি ধরে নিরাপদ স্থানে রেখে বন বিভাগকে খবর পাঠানো হয়েছে। তারা আসলেই এটিকে তাদের কাছে দেওয়া হবে।
হাটিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, কুমিরটি এলাকার রাহাত নামে একজনের বাড়িতে আছে। গতকাল রাত থেকেই কুমির দেখতে স্থানীয়রা রাহাতের বাড়িতে ভিড় করছে। আজকে সকালেও অনেক লোকজনের ভিড় ছিল। কিছুক্ষণ আগে ঢাকা থেকে বন বিভাগের লোকজন এসে কুমিড়টিকে নিয়ে গেছে।
হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, গতকাল রাতে হাটিপাড়া এলাকার স্থানীয়রা একটি কুমির ধরেছে। বিষয়টি জানার পরে আমরা ঢাকার টিমকে খবর দেই। পরে ঢাকার টিম এসে উদ্ধার হওয়া কুমিরটি নিয়ে গেছে।
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |