সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
পোরশায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় মানববন্ধন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:১৮ PM
নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পোস্টারিং করে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলা সদর নিতপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারন জনগণ এর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা, নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ মন্ডল, সাবেক আহবায়ক আব্দুল গনি, যুবদল নেতা আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক শাহজামান, আইনজীবি ফেরদৌস সহ নেতৃবৃন্দ। 

মানববন্ধনে উপজেলা বিএনপির সিনিয়র একজন নেতার বিরুদ্ধে পোস্টারিং করে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানানো হয়। সে সাথে স্থানীয় সকল নেতাকর্মীদের বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। 

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে বা কাহারা উপজেলা বিএনপি নেতা তৌফিকুর রহমান শাহ চৌধুরীর বিরুদ্ধে মিথ্য তথ্য দিয়ে উপজেলার কয়েকটি স্থানে পোস্টারিং করা হয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত