ডা. জাহিদ বলেন, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। তিনি মানুষের কাছে আহ্বান জানান, নিজের কর্ম ও আমল ঠিক রাখার মাধ্যমে সত্যিকারের অবস্থান নিশ্চিত করতে হবে, অন্য কোনো জোর বা প্রভাব কাজে আসবে না।
উঠান বৈঠকে ঘোড়াঘাট পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেন সঞ্চালনা করেন। এছাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকের পরে ডা. জাহিদ ঘোড়াঘাট নয়াপাড়া এলাকায় পৌর ২ নং ওয়ার্ডের আয়োজিত আরেকটি উঠান বৈঠকেও অংশগ্রহণ করেন।