সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে: জাহিদ হোসেন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:১০ PM আপডেট: ০৮.১১.২০২৫ ২:৩৯ PM
দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন ধর্মকে রাজনীতিতে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে ঘোড়াঘাট পৌর ৮ নং ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে তিনি বলেন, হাশরের দিনে প্রত্যেক মানুষ নিজেই তার আমল অনুযায়ী বিচার পাবেন। পৃথিবীতে কেউ ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করলে তার প্রতি সতর্ক থাকা উচিত।

ডা. জাহিদ বলেন, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। তিনি মানুষের কাছে আহ্বান জানান, নিজের কর্ম ও আমল ঠিক রাখার মাধ্যমে সত্যিকারের অবস্থান নিশ্চিত করতে হবে, অন্য কোনো জোর বা প্রভাব কাজে আসবে না।

উঠান বৈঠকে ঘোড়াঘাট পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেন সঞ্চালনা করেন। এছাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠকের পরে ডা. জাহিদ ঘোড়াঘাট নয়াপাড়া এলাকায় পৌর ২ নং ওয়ার্ডের আয়োজিত আরেকটি উঠান বৈঠকেও অংশগ্রহণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত