টাঙ্গাইলের ভূঞাপুরে ফলদা জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার ভূঞাপুর অঞ্চল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার পরিচালক খাইরুল বাশারের উদ্যোগে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ জাফর ইকবাল, ফলদা শরিফুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরে আলম, পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ মোকাদ্দেস আলী।
কেন্দ্র পরিদর্শক ছিলেন আমিনুল ইসলাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, রোজবার্ড কিন্ডারগার্টেনের পরিচালক খাইরুল বাশার, লিটল স্টার কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ ইলিয়াস আকন্দ, প্রভাতি কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ হাতেম আলী, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক সাংবাদিক কোরবান আলী তালুকদার, জাহিদুল ইসলাম জাহিদ, সহকারী শিক্ষক আব্দুল মোন্নাফ, এ.আর ইংলিশ কেয়ার এর পরিচালক আরজু রায়হান প্রমুখ।
এসময় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃত্তি পরীক্ষায় উপজেলার মোট ৩৩ টি প্রতিষ্ঠানের প্লে শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৯৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।