সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
নাটোরে পাঁচ দিনব্যাপী জেলা কাব ক্যাম্পুরি উদ্বোধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৩:৩৩ PM
বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরী উদ্বোধন করা হয়েছে। 

শনিবার ১২টায় সদর উপজেলা মিনি ষ্টেডিয়ামে ক্যাম্পুরী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলা স্কাউটসের কমিশনার জান্নাত আরা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান এবং বাংলাদেশ স্কাউটস্রে আঞ্চলিক উপ পরিচালক আব্দুর রশীদ। 

বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার সম্পাদক ও কাব ক্যাম্পুরীর সদস্য সচিব এস এম গোলাম মহি উদ্দিন জানান, নাটোর জেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে ৬০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহন করছেন।

ক্যাম্পুরীতে কাব প্রোগ্রাম, বৃত্ত গঠন, গ্রান্ড ইয়েল, দড়ির কাজ, কাব অভিযান, প্রতিভা বিকাশ, বন্ধু গড়ি, ফান এন্ড গেইম কার্নিভাল, প্রাথমিক প্রতিবিধান, মহাতাঁবু জলসাসহ বিভিন্ন ইভেন্ট থাকছে। 

ক্যাম্পুরীর উদ্বোধনী সমাবেশে বক্তারা বলেন, স্কাউটস কার্যক্রম শিক্ষার্থীদের সুন্দর ও মানবিক মানুষ হতে শেখায়। ক্যাম্পুরীতে অংশগ্রহনের মাধ্যমে তারা সততা ও সত্যের পথে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত