সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
মাদারীপুরে জামায়াত নেতা বাসারের মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৪:১৭ PM
মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নির্বাচনী এলাকার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণ। 

শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের ব্যানারে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন বক্তারা বলেন, আমাদের মাদারীপুরের কৃতি সন্তান ড. কাজী আবুল বাসার একজন সৎ মানুষ ও রাজনীতিবিদ। তিনি একটি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মস্তফাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তৎকালীন আওয়ামীলীগের আমলে তিনি মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক মন্ত্রী শাজাহান খানের ভাইয়ের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। জনগনের ভোটে তিনি শাজাহান খানের ভাইয়ের চেয়ে বেশি ভোট পেলেও নির্বাচনে ফলাফলে কাজী আবুল বাসারকে পরাজিত করা হয়। 

তারা আরো বলেন, কাজী আবুল বাসার দীর্ঘ দিন মাদারীপুর জেলা জামায়াতের নায়েবে আমির হিসেবে সাহসিকতার এবং সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এরপর শেখ হাসিনার সরকারের জুলুমের শিকার হয়ে বারবার কারাবরণ করতে করতে যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত হয় তখন তিনি নিজ জন্মস্থান ত্যাগ করে ঢাকায় স্থানান্তরিত হয়। বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কর্মসংস্থান বিভাগের কেন্দ্রীয় সম্পাদক এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা বলতে চাই বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা ছিল সেই ত্যাগী নেতাদের যেন মূল্যায়ন করা হয়। এজন্যই আমরা চাই মাদারীপুর-৩ আসনে জামায়েত ইসলামীর পক্ষ থেকে কাজী আবুল বাসারকে যেন নমিনেশন দেওয়া হয়। 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার মিন্টু কাজী, ২ নং ওয়ার্ড মেম্বার আব্দুল হক সরদর, ৪ নং ওয়ার্ড মেম্বার হাবিব হাওলাদার, ৭ নং ওয়ার্ড মেম্বার ইয়াকুব মুন্সী, ৫ নং ওয়ার্ড মেম্বার সাহাবদ্দিন সরদার, ৬ নং ওয়ার্ড মেম্বার মাসুদ খান, ৮ নং ওয়ার্ড সাগর বেপারী ও মস্তফাপুর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ ওয়ার্ডর মহিলা মেম্বার লাকি আক্তার, ৩,৪ ও ৫ নং ওয়ার্ডের মহিলা মেম্বার হাসিয়া বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের ছনিয়া আক্তার, সাধারণ জনগণের পক্ষে শাখাওয়াত হোসেন মিন্টুসহ অনেকে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেছুর রহমান বলেন, ‘সংবাদ সম্মেলনের বিষয়ে আমরা কিছু জানি না। আপনাদের মাধ্যমে শুনতে পেলাম। তবে মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখন যদি অন্য কেউ মনোনয়ন দাবী করেন. এ বিষয়ে আমরা কোন মন্তব্য করতে পারবো না। এটা কেন্দ্রীয় বিষয়, তাই কেন্দ্রীয় নেতারা এ বিষয়টি দেখবেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করবো।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত