বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান দেশের বাহিরে আছেন, তিনি নির্যাতিত। খালেদা জিয়া যেমন মাসের পর মাস জেলে ছিলেন। তাকে কিভাবে অত্যাচার নির্যতন করে রাখা হয়েছিল, তিনি কিভাবে অসুস্থ হয়েছেন জেল খানায় থাকাবস্থায়। তিনি অসুস্থ হলেও আমাদের মনোবল, আমাদের সাহস।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, তারেক রহমান বিদেশে থেকেও বিগত আন্দোলন সংগ্রামে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন দেশের জন্য, দেশবাসীর জন্য। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তারেক রহমান সকল রাজনৈতিক দল, সকল মানুষকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছেন, যে আমাদেরকে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আমাদের এ নির্বাচনটা আদায় করে নিতে হবে। একটা নির্বাচন কোন ব্যক্তির জন্য নয়, কোন দলের জন্য নয়, একটা নির্বাচিত সরকার যদি না থাকে, ১৭ বছর কি দুর্ভোগে ছিলেন। কেন রাস্তা পান নি, উন্নয়ন পাননি, সামাজিক সহায়তা পাননি। একটা নির্বাচিত সরকার থাকলে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যেত।
এ্যানি আরও বলেন, আমাদের আন্দোলন-সংগ্রামের মুখে হাসিনা পালিয়ে গেছে, হাসিনার ষড়যন্ত্র থেমে থাকেনি। এখন অন্তর্বর্তীকালীন সরকার। দেশে একটা স্বাভাবিক নির্বাচনের পরিবেশ থাকবে। নির্বাচনী আবহাওয়া তৈরী হয়েছে। কিন্তু এ নির্বাচনটাকে আদায় করে নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল হাসেম প্রমুখ।