পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে চলছে এক অনন্য উন্নয়ন কার্যক্রম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতায় একের পর এক সম্পন্ন হচ্ছে সেতু ও সড়ক উন্নয়ন প্রকল্প।
নিজস্ব অর্থায়ন এবং পিরোজপুর ২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন এর ব্যক্তিগত আর্থিক সহায়তায় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ৩০টি সেতু। এসব কাজের প্রতিটি ধাপেই স্থানীয় যুব সমাজ স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেছে, যা এলাকায় এক বিরল উদাহরণ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, প্রথম ধাপের ২১টি সেতু ও রাস্তা সংস্কারের কাজ শেষ হওয়ার পর সম্প্রতি ২২ থেকে উদ্বোধন করা হয়েছে ৩০তম সেতুর যা সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণ দীর্ঘদিনের চলাচল সংকট থেকে মুক্তি পেয়েছে। বর্ষা মৌসুমে যেখানে আগে নৌকাই ছিল একমাত্র ভরসা, এখন সেখানে স্থায়ী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সহজে যাতায়াত সম্ভব হচ্ছে।
স্থানীয়রা জানান, বলদিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলোতে আগে সড়ক ও সেতুর অভাবে স্কুল, বাজার ও চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো ছিল দুঃসাধ্য। এখন এসব উন্নয়ন কাজের ফলে জীবনযাত্রায় এসেছে গতি ও স্বাচ্ছন্দ্য। অনেক এলাকায় কৃষিপণ্য পরিবহনও সহজ হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, “এটি কোনো রাজনৈতিক প্রদর্শনী নয়, এটি জনগণের জন্য জনগণেরই উদ্যোগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের স্বনির্ভরতার যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আমরা তারই অনুসরণ করছি। বলদিয়া ইউনিয়নকে একটি উন্নত ও স্বাবলম্বী এলাকায় রূপ দিতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এলাকার জনগণ ও দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। স্বেচ্ছাশ্রম, পারস্পরিক সহযোগিতা এবং দেশপ্রেমের সমন্বয়ে গড়ে উঠছে এক নতুন বলদিয়া ইউনিয়ন — যা হতে পারে স্থানীয় উন্নয়নের এক অনুকরণীয় মডেল।