সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
সিংড়ায় ৩১ দফা নিয়ে দ্বারে দ্বারে দাউদার
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:৫৫ PM
নাটোর-৩ (সিংড়া) উপজেলার ১২ টি ইউনিয়নে দ্বারে দ্বারে তারেক জিয়ার ৩১ দফা পৌছে দিচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদ। তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ওই আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।

তথ্যমতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় দীর্ঘদিন থেকেই রাষ্ট্র সংস্কারে তারেক জিয়া ঘোষিত ৩১ দফা ভোটারদের কাছে পৌছে দিচ্ছেন দাউদার মাহমুদ। প্রতি দিনই তিনি বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট নিয়ে বের হচ্ছেন। সাধারণ ভোটারদের জমায়েত করে বোঝাচ্ছেন আগামীর রাষ্ট্র গঠণে ৩১ দফার গুরুত্ব। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে ওই লিফলেট পৌছে দিচ্ছেন ভোটারদের কাছে, চাচ্ছেন ধানের শীষে ভোট।

উপজেলা যুবদলের সদস্য সচীব এমএ মালেক জানান, দাউদার মাহমুদের সাথে তিনিসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে ওই লিফলেট বিতরণ করছেন। আগামী নির্বাচনে দাউদার মাহমুদকেই ধানের শীষ প্রতীক প্রার্থী দেখতে চান তিনিসহ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠন।

দাউদার মাহমুদ জানান, কেন্দ্রীয় বিএনপি এবং তারেক জিয়া যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই ধানের শীষ প্রতীকে কাজ করতে চান তিনি। তবে দল যদি তাকে মনোনয়ন দেন তবে সিংড়ার প্রতিটি এলাকায় তারেক রহমান ও বিএনপির নির্দেশনায় আজীবন সেবা করতে চান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত