শেরপুরের নকলা উপজেলার জানকিপুর বিল চন্দ্রকোনা মৃগীনদী মোহনা থেকে মেহেদী ডাঙ্গা পর্যন্ত অপ্রয়োজনীয় খাল খনন প্রকল্প বাস্তবায়নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকালে ফসলী জমির মাঠ প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করেন হুজুরিকান্দা ও জানকিপুর এলাকার সাধারণ গ্রামবাসী। এ মানবন্ধনে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর থটস অব বিল্লাল, রাকিব, আবু সাঈদ মামুনসহ প্রায় ৫ শতাধীক গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এখানে অনেকেন ব্যক্তিমালীকানা জমি। কোন অধিগ্রহণ ছাড়াই খান খনন শুরু করবে বলে আমরা জানতে পেরেছি। উক্ত খাল খনন প্রকল্পটি এলাকাবাসীর জন্য কোনো উপকারে আসবে না; বরং এতে ফসলী জমি ও কৃষকের ফসলের ক্ষতি হবে। তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে জমি নষ্ট হবে, কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং এলাকার পরিবেশ ভারসাম্য নষ্ট হবে।
বক্তারা অবিলম্বে প্রকল্পটি বাতিল করে বিকল্পভাবে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবি জানান।
উপজেলা প্রকৌশলী মো. সামছুল হক রাকিব বলেন, খাল খননের বিষয়ে কোন তথ্য আমাদের কাছে নেই তবে এখানে খাল খননের বিষয়ে একটি প্রস্তাবনা হয়। পরে স্থানীয় কৃষকদের মানববন্ধনের কারনে সেটা বাতিল হয়ে যায়।