সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
মাটির নিচে পুতে রাখা গাঁজা উদ্ধার করল কালীগঞ্জ থানা পুলিশ
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:১০ PM আপডেট: ০৯.১১.২০২৫ ৭:১৬ PM
লালমনিরহাটের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর ) মধ্যেরাতে কালীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় চন্দ্রপুর ইউনিয়নের খামার ভাতী মৌজায় মাদক ব্যবসায়ী সাবলু মিয়া (৪২)-এর বসতবাড়ির পেছনের মাটির নিচ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজা তিনটি পোটলায় রাখা ছিল, প্রতিটি পোটলায় ৫ কেজি করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত সাবলু মিয়া মৃত বছর উদ্দিনের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার খামারভাতী (কানিপাড়া) এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত