আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এইচএম ফারদিন ইয়ামিনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।
"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার" এই প্রতিপাদ্যে তারা উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।
রোববার (৯ নভেম্বর) উপজেলার রামপট্টি, মানিককাঠি, দোয়ারিকা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হাওলাদার, যুব অধিকার পরিষদের বরিশাল জেলার শ্রম বিষয়ক সম্পাদক আবু সায়েম হাওলাদার,বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ,সহ সভাপতি জুয়েল সরদারসহ আর অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হাওলাদার বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ভাইয়ের দক্ষ নেতৃত্ব ও ইস্পাত কঠিন মনোবলে গড়া বাংলাদেশ গণ অধিকার পরিষদে যোগ দিয়ে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই কার্যক্রম উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড হয়ে গ্রামের অলি গলিতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।