নীলফামারীর সৈয়দপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের সরকার পাড়ায় রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পুকুরের পানিতে ডুবে আরিশা আক্তার (৪) নামে এক শিশুকন্যার মৃত্যু ঘটেছে।
নিহত আরিশা আক্তার ওই এলাকার আনারুল ইসলাম সুমনের মেয়ে।
এলাকাবাসী ও স্বজনরা জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনে পুকুর পাড়ে খেলতে গিয়ে শিশুকন্যা ওই পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে শিশুকন্যাটি মারা যায়।