সোমবার ১৭ নভেম্বর ২০২৫ ৩ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ১৭ নভেম্বর ২০২৫
বেশি দামে সার বিক্রি করায় চাটমোহরে দুই ব্যবসায়ীকে টাকা জরিমানা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:৩৪ PM

চাটমোহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে দুই সার ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর বাজার ও নিমাইচড়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অতিরিক্ত দামে সার বিক্রি হচ্ছে—এমন অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মির্জাপুর বাজারের লক্ষ্মী নারায়ণ এন্টারপ্রাইজের মালিক শিবেন্দ্রনাথ দত্তকে ২০ হাজার টাকা এবং নিমাইচড়া বাজারের আজম এন্টারপ্রাইজের মালিক আজম আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “সরকার নির্ধারিত দামের বাইরে সার বিক্রি করার কোনো সুযোগ নেই। কৃষকদের ক্ষতির মুখে ফেলতে পারে এমন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত